এমটিনিউজ২৪ ডেস্ক : মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (৫ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের পর রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় যান রাষ্ট্রদূত মুশফিক। এ সময় তিনি বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন।
এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে দেশত্যাগ করবেন।