এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও আছে।
বুধবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার স্বজন গ্রামের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। সন্ধ্যা ছয়টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত নয়টা পর্যন্ত।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুভাগে ভাগ হয়ে যান।
সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টর্চলাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারী-শিশুসহ উভয়পক্ষের শতাধিক আহত হন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী গিয়ে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
তবে লাখাই থানার ওসি বন্দে আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।