শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ০৩:০৮:০৮

বড় সুখবর ৪৩তম বিসিএসে বাদ পড়াদের

বড় সুখবর ৪৩তম বিসিএসে বাদ পড়াদের

এমটিনিউজ২৪ ডেস্ক : জনপ্রশাসন সচিব মো. মোখলেসুর রহমান জানিয়েছেন, ৪৩তম বিসিএসের বাদ পড়া ২২৭ জনের বেশির ভাগই চাকরিতে যোগ দিতে পারবেন। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মো. মোখলেসুর রহমান বলেন, ‘বাদ পড়া ২২৭ জনের বেশির ভাগই যোগ দিতে পারবে। এখন তাদের পুনর্বিবেচনার আবেদনের যাচাই-বাছাই চলছে।

যাদের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, তারাই শুধু বাদ পড়বে। আগামী ১৫ জানুয়ারি ৪৩ বিসিএসের গেজেটপ্রাপ্তরা চাকরিতে যোগ দেবেন।’

মহার্ঘ ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন সদস্য।

এরই মধ্যে দুটি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে। তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না, এবার পাবেন।

পরের বছর বেতন বৃদ্ধির সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’
আসন্ন বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না, জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ।’

কোন মাস থেকে মহার্ঘ ভাতা ধরা হবে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে