শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ০৮:১৪:২৪

ভোর সাড়ে ৪টার দিকে হাছিনার মৃত্যু, কান্নার রোল

ভোর সাড়ে ৪টার দিকে হাছিনার মৃত্যু, কান্নার রোল

এমটিনিউজ২৪ ডেস্ক : চিরনিদ্রায় শায়িত হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডা. কেরামত আলীর স্ত্রী বেগম হাছিনা। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা জানাজার নামাজ শেষে পৌরসভার ঘোনাপাড়া কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়। 

এদিন ভোর সাড়ে ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে পৌর এলাকার আঙ্গারিয়াস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম হাছিনার মেজো ছেলে ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম খান শ্যামল জানান, আমার মা দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছিলেন। পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।

এদিকে বেগম হাছিনার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বারের মতো দেখতে জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য শোকার্ত মানুষ তার বাড়িতে ভিড় করে। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

বেগম হাছিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি মো. আবিদুর রহমান খাঁন রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, বিশিষ্ট শিল্পপতি তমিজউদ্দীন ও সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোবারক হোসেনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে