এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদের গেস্টরুম করানোর ঘটনায় শৃঙ্খলাবিধি ভঙ্গের অভিযোগে ২৭ জন শিক্ষার্থীকে ১ বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী হলে শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে এ শাস্তি দেওয়া হয়।
জানা যায়, গত শনিবার (১২ জানুয়ারি) রাত ৯টায় নবীন শিক্ষার্থীদের হলের রিডিং রুমে ডাকা হয়। সেখানে তাদের মোবাইল ফোন রেখে আসতে বাধ্য করা হয় এবং কোনো ডিভাইস লুকানো হয়েছে কি না, তা তল্লাশি করা হয়।
এরপর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের ওপর কিছু উদ্ভট নিয়ম আরোপ করে, যেমন- সাইকেল চালানো নিষেধ, বড় ভাইদের দিনে একাধিকবার সালাম দিতে হবে, এবং হলের ক্যান্টিন বা গ্রন্থাগারে ল্যাপটপ নেওয়া যাবে না।
এরপর তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে নবীনদের অভিযোগ জানতে চান। নবীনরা তাদের সমস্যাগুলো তুলে ধরলে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। তবে নবীনদের এই অভিযোগ জানানোর বিষয়টি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে।
তারা নবীনদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন অযৌক্তিক শাস্তি দিতে শুরু করেন। নবীনদের মধ্যে একজন ভীত-সন্ত্রস্ত হয়ে মাথা ঘুরে পড়ে যান। তাকে তাৎক্ষণিকভাবে হলের মধ্যেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি আরো অবনতি হওয়ার আগেই রাত সাড়ে ১২টার দিকে গেস্টরুম কার্যক্রম শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ৫২ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী। তাদের হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যান্য হলে থেকেও যারা গোপনে সোহরাওয়ার্দী হলে অবস্থান করছিল, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে।’
হল প্রশাসন জানায়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হলে শৃঙ্খলা রক্ষার জন্য নজরদারি আরো জোরদার করা হবে।