সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ০৫:০৮:৫৪

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজ বন্ধ

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজ বন্ধ

এমটিনিউজ২৪ ডেস্ক : আবারও খুঁজে পাওয়া যাচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ৩টার দিকে তার ফেসবুকে তার পেজটি খুঁজে পাওয়া যায়নি। 

এর আগেও কয়েকদিন ফেসবুকে পাওয়া যাচ্ছিল না হাসনাত আব্দুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক পেজ ও আইডি।

সোমবার দুপুরে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজটি খুঁজতে গিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

গুগল সার্চে গেলে তার পেজেরর লিংক পাওয়া যায়। সেখানে ক্লিক করলে ফেসবুক বলছে, এই পেজটি এখন পাওয়া যাচ্ছে না। যার অর্থ, হাসনাত হয় তার পেজেটি আনপাবলিশ করে রেখেছেন, অথবা ফেসবুক কোনো কারণে তা বন্ধ করে দিয়েছে।
 
তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে অন্য কোনো সমন্বয়কও কোনো তথ্য দেননি। হাসনাত আব্দুল্লাহর ওই পেজে  ১৫ লাখ ৭০ হাজারের বেশি অনুসারী ছিল।

এর আগে ১ জানুয়ারি রাত ৯টার পর থেকে হাসনাত আব্দুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ভেরিফায়েড ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে একে একে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেরেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে