এমটিনিউজ২৪ ডেস্ক : পৌষের শেষ দিন আজ। তীব্র শীতের পর গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়ায় স্বস্তি ফিরেছিল জনজীবনে। কিন্তু আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে এমন স্বস্তি আর থাকছে না। তাপমাত্রা কমে আবার সারাদেশে শীতের প্রকোপ বাড়তে পারে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সেখানে মঙ্গলবারের (১৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে বুধবার (১৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। ওইদিনের পূর্বাভাসে বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের শেষদিকে তাপমাত্রা আবারও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে পঞ্চগড়ে আজ ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে। এর ফলে বেড়েছে শীতের তীব্রতা। ২৪ ঘণ্টার ব্যবধানে এই জেলায় তাপমাত্রা কমেছে চার ডিগ্রির বেশি।