এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১০ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফরিদা বেগম। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকার আবদুল কাদেরের মেয়ে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, পিরোজপুরের স্বরুপকাঠি থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস ভাঙ্গায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। এ ছাড়া বাসের ১০ জন যাত্রী আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।