বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৫:৪২

৩ দিনের রিমান্ডে ছাগলকাণ্ডে বহুল আলোচিত সেই মতিউর

৩ দিনের রিমান্ডে ছাগলকাণ্ডে বহুল আলোচিত সেই মতিউর

এমটিনিউজ২৪ ডেস্ক : অস্ত্র আইনে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রুবেল মিয়া।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকীকে সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর রাজধানীর ভাটারা থানায় দায়ের করা অস্ত্র মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। যদিও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত বছর কোরবানির ঈদের আগে মতিউর রহমানের ছেলে অর্ণব ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন। এরপর বেরিয়ে আসে তার কোটি টাকার গাড়ি ও আভিজাত জীবনযাপনের নানা তথ্য। ধীরে ধীরে গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের সম্পদের নানা তথ্য। এরপর প্রথমে ওএসডি পরে অবসর প্রদান করা হয় মতিউর রহমানকে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও এসেছে আদালত থেকে।

মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী স্বামীর প্রভাব ব্যবহার করে আওয়ামী লীগের নেত্রী হন এবং নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হন। তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ ও সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে