রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ০২:০৫:১৩

এইমাত্র পাওয়া: ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এইমাত্র পাওয়া: ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ননী কুমার সাহা নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত ঢাকা কলেজের শিক্ষার্থী ননী কুমার সাহা বলেন, আমরা সাইন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম। এসময় ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজনের ওপরে অতর্কিত হামলা চালায়। এসময় মাথায় গুরুতর আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে হাসপাতালে নিয়ে আসে। আরও কয়েকজন আহত হয়েছেন শুনেছি। তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সাইন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে