ঢাকা : আটকে গেল সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন। জঙ্গি অর্থায়নের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শাকিলাকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে।
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চেম্বার আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত শাকিলাকে দুই মামলায় জামিন দেন।
২০১৫ সালের ১৮ আগস্ট রাতে রাজধানী রাজধানীর ধানমন্ডি থেকে চট্টগ্রাম বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিনজনকে আটক করে র্যাব-৭।
পরে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় তাদের বিরুদ্ধে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ দু’টি মামলায় কারাগারে রয়েছেন শাকিলা।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম