সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ০২:০৯:২৭

হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন

হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে