মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৫:৫১

‘সীমা অতিক্রম করলে ভুল তো হবেই’

‘সীমা অতিক্রম করলে ভুল তো হবেই’

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সীমা অতিক্রম করলে ভুল তো হবেই।  ওয়ান ইলেভেনের সঙ্গে কারা কারা জড়িত তা তদন্তের জন্য একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন ও সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব নিউরো সার্জন আয়োজিত তিন দিনের কনফারেন্স শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাহফুজ আনাম বলছেন, তিনি ভুল করেছেন।  যার যে কাজ সে কাজ না করলে তো ভুল হবেই।  ডাক্তারের কাজ ডাক্তারি করা, রাজনীতিকের কাজ রাজনীতি করা।  আর সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা।  কিন্তু সীমা অতিক্রম করলে ভুল তো হবেই।

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, মাহফুজ আনাম স্বীকার করে বলেছেন, ভুল করেছিলাম চাপে পড়ে।  আমি মনে করি, মাহফুজ আনামের ভুলের জন্য তার দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত ছিল।  দায়িত্ব পালন করতে না পারলে সে পদে থাকার মানে হয় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় চিকিৎসা সেবায় আমরা অনেক দূর এগিয়েছি বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ওয়ান ইলেভেনে বাংলাদেশ থেকে রাজনীতিবিদ ও গণতন্ত্রকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল।  শেখ হাসিনা ও খালেদা জিয়াকে জেলে আটকে রেখে একটি মহল ক্ষমতাও নিতে চেয়েছিল।  

নাসিম বলেন, কিন্তু শেখ হাসিনার মাধ্যমে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।  এখন যদি ওয়ান ইলেভেনের কুচক্রীদের বিচার করা না হয়, তাহলে ওয়ান ইলেভেনের মতো আরেকটি ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে