সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৯:২৩

প্রেমের টানে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ

প্রেমের টানে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ

এমটিনিউজ২৪ ডেস্ক : সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের সঙ্গে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ। উদ্দেশ্য ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশেই ঘর বাঁধবেন। অবশেষে বিজিবির হাতে আটক হয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়িতে।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রামে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি সহযোগীসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।

আটককৃতরা হলেন, প্রেমিকা ভারতের পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), প্রেমিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)। তারা দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসছিল।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মামুনুর রশীদ জানান, রাতে বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশী সহ তিনজনকে থানায় সোপর্দ করেছেন। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে