এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বার্ষিক ১০ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে পটুয়াখালী-১৩২০ মেগাওয়াট (আরএনপিএল) তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। সামগ্রিক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আগামী মার্চ মাস থেকে বাণিজ্যিকভাবে সরবরাহ শুরু হবে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, বিদ্যুৎ কেন্দ্রের দুটি চুল্লির একটি থেকে ধোয়া উড়ছে।
স্থানীয় বাসিন্দা মো. আমিন মিয়া কালের কণ্ঠকে বলেন, 'আজ ভোর থেকে দেখি, এই কেন্দ্রের চুলা দিয়া ধোয়া উড়ছে। তার মানে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আমাদের দেশের বিদ্যুতের ঘাটতি পূরণে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভূমিকা পালন করা শুরু করেছে।'
বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বলেন, ২০১৯ সালের আগস্টে মাসে আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কম্পানি লিমিটেড এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ কাজ শুরু করে।
কলাপাড়ার ধানখালী ইউনিয়নে ৯২১ একর জমিতে প্রায় ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজও শেষের দিকে। এই ইউনিট থেকে আগামী জুন মাসের মধ্যে আরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রটি একটি অত্যাধুনিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে কম কয়লা পুড়িয়ে পরিবেশ ভারসাম্য রক্ষা করে আলট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে অধিক বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এতে পরিবেশ দূষণ অনেকটাই কমবে। আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কম্পানি লিমিটেডের এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি দেশের বিদ্যুতের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।