শাহেদ চৌধুরী : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন, পরে অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা– এর কিছুই অনুধাবন করতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ নীতিনির্ধারক নেতা তোফায়েল আহমেদ।
স্ট্রোক-পরবর্তী শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যাওয়া ও স্মৃতিভ্রষ্ট হওয়ায় তিনি জাগতিক কোনো কিছু বুঝে ওঠার মতো পরিস্থিতিতে নেই। কাউকে চিনতেও পারেন না তিনি।
তোফায়েল আহমেদের জামাতা ও সাবেক এমপি তৌহিদুজ্জামান তুহিন সমকালকে জানিয়েছেন, স্ট্রোকে আক্রান্ত তোফায়েল আহমেদ চলমান কোনো কিছুই বোঝার মতো পরিস্থিতিতে নেই। গণঅভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে ভোলায় মামলা হয়েছে। স্থগিত করা হয়েছে ব্যাংক হিসাবও। কিন্তু এসব তাঁকে জানানোর কিছু নেই।
ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেছেন, তোফায়েল আহমেদকে অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। তিনি প্রতিদিন গড়পড়তা প্রায় ১৮ ঘণ্টাই ঘুমিয়ে থাকেন। হাঁটতে পারেন না। কাউকে চেনেনও না। স্মৃতিশক্তি নেই। এখন রাজধানীর বনানীর বাসায় থাকলেও প্রায় সময়ই তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নেওয়ার কোনো পরিস্থিতিও নেই।
তোফায়েল আহমেদের একমাত্র মেয়ে তসলিমা আহমেদ জামান মুন্নী ও তাঁর স্বামী তৌহিদুজ্জামান তুহিন পেশায় চিকিৎসক। মূলত তারাই
তোফায়েল আহমেদকে সার্বক্ষণিক দেখভাল করছেন।
তোফায়েল আহমেদের পরিবারের কয়েকজন সদস্য জানিয়েছেন, প্রায় তিন বছর আগে প্রথম দফায় মস্তিষ্কে রক্তক্ষরণের পর করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই নেতা। এরপর তিনি আরেক দফায় করোনা আক্রান্ত হন। সেই সঙ্গে কমপক্ষে দু’দফায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের ঘটনা ঘটে। একসময় তিনি স্মৃতিশক্তি হারান।
বর্তমানে তোফায়েল আহমেদের শরীরের বাঁ হাত ও পা একেবারেই অবশ হয়ে আছে। ফলে তিনি চলাফেরায় একেবারেই অক্ষম। মাঝেমধ্যে গৃহকর্মীরা হুইলচেয়ারে বসিয়ে ঘুরিয়ে আনলেও সেটি বোঝার শক্তি নেই তাঁর। তিনি কথাও বলতে পারেন না। খাবার কম খান। ফলে তিনি বেশ শুকিয়ে গেছেন। আত্মীয়স্বজন ও পরিচিতদের কেউ দেখতে এলে শুধুই নির্বাক তাকিয়ে থাকেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে ভোলায় দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুর, অস্ত্র প্রদর্শন ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাঁর ব্যাংক হিসাব স্থগিত করেছে।-সমকাল