এমটিনিউজ২৪ ডেস্ক : ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। সেই সঙ্গে রয়েছে কনকনে ঠাণ্ডা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের জনজীবন। মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এ ছাড়া গরম কাপরের অভাবে মানুষের কষ্ট বেড়ে দ্বিগুণ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশায় চারপাশ ঢাকা পড়েছে।
তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে কেউ কেউ কাজের জন্য বাইরে বের হয়েছেন। কেউ কেউ আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। আবার কেউবা কাজের জন্য মাঠে যাচ্ছেন।
দিনাজপুরের আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।