নিউজ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ে আওয়ামী লীগের প্রার্থী বেশি। আওয়ামী লীগের ২৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে ঘোষিত তফসিলে ৪৫ ইউপিতে কোনো প্রার্থী দেয়নি বিএনপি।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রথম ধাপে ৭৩৯টি ইউপির নির্বাচন আগামী ২২ মার্চ। গতকাল সোমবার মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখে ২৫টি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। এসব ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
সূত্র মতে, প্রথম দফা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৩৯টি ইউপিতে লড়াইয়ে নেমেছে ৩৫৬৮ জন। সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে এ তথ্য পাওয়া গেছে। বিএনপি ৪৫টি ইউপিতে কোনো প্রার্থী দেয়নি।
নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের ৭৪১, বিএনপির ৬৬৮, জাপার ১৪৮, জাসদ ৩০, ইসলামী আন্দোলন ২৪৫, বিকল্প ধারা ৫, ওয়ার্কার্স পার্টি ২৪, জেপি ২০, ন্যাপ ২, বিএনএফ ৭, কমিউনিস্ট পার্টি ৪, জে এসডি (রব) ১, তরিকত ফেডারেশন ১, কৃষক শ্রমীক জনতা লীগ ১, ইসলামী ঐক্য ১, জমিয়তে ওলামা ২, কল্যাণ পার্টি ১ ও জাকের পার্টির ১ জন।
এদিকে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে পথে পথে বাধা দেয়া হয়েছেঅভিযোগ করেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২২ ও ২৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
প্রসঙ্গত, ছয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। প্রথম ধাপে ২২ মার্চ ৭৩৯টি ইউনিয়নে ভোটগ্রহণ। তসফিস হয়েছিল ৭৫২টিতে। মেয়াদ উত্তীর্ণ না হওয়া ও সীমানা জটিলতার কারণে ১৩ ইউপিতে ভোট হচ্ছে না।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম