বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১০:৪২:৩২

দুটি ছেলে আর দুটি কন্যা শিশু, একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

দুটি ছেলে আর দুটি কন্যা শিশু, একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : সাভারে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী সুমী আক্তার। এদের মধ্যে দুটি ছেলে আর দুটি কন্যা শিশু। একসঙ্গে নতুন চার অতিথি পেয়ে খুশীতে যেমন আত্মহারা গোটা পরিবার অন্যদিকে চিকিৎসা ব্যয় নিয়েও শেষ নেই ভাবনার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে চারটি সন্তানের জন্ম দেন টাঙ্গাইলের বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের সুমী আক্তার। নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তার ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে চার নবজাতক।

খোঁজ নিয়ে জানা যায়, সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা. রীনা নাসরিনের তত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চার নবজাতকের জন্ম হয়। চারটি নবজাতকই সুস্থ আছেন তবে তাদের মধ্যে দুজনের ওজন অপেক্ষাকৃত কম। প্রত্যেকেই রাখা হয়েছে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

নবজাতকদের মা সুমী আক্তার বলেন, হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রের খরচ বহনের মতো সামর্থ্য আমাদের নেই। ওষুধ আর বিল পরিশোধের দুশ্চিন্তা সব আনন্দকে ম্লান করে দিয়েছে। ওদের বাবা সাত মাস থেকে দেশ থেকে কিছুদিন আগেই রোমানিয়া গেছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রের নার্স ইনচার্জ সোনিয়া খাতুন গণমাধ্যমকে জানান, চার নবজাতকের সর্বোচ্চ মানের চিকিৎসা চলছে। ৩১ সপ্তাহে ভূমিষ্ঠ হওয়ায় বেবীদের ওজন ১১০০ গ্রাম থেকে ১২০০ গ্রামের মধ্যে। এদের মধ্যে দুজনের বেশি অক্সিজেন লাগছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে