এমটিনিউজ২৪ ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। কেজি প্রতি দেশি আলু ৫ টাকা কমে ১৫ থেকে ২০ টাকা এবং দেশি ও ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি প্রকারভেদে ১০ টাকা কমে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সরবরাহ বেশির কারণে কমেছে দাম, এমনটি বলছেন পাইকারী ব্যবসায়ীরা। তবে পেঁয়াজ, আলু এবং সবজির বাজারে স্বস্তি ফিরলেও চাল, তেল এবং মসলার বাজার নিয়ে হতাশ ক্রেতারা।
বুধবার (২২ জানুয়ারি) সকালে হিলির বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, দেশের বাজারে দেশি আলু ও পেঁয়াজ উঠতে শুরু করাতেই কমতে শুরু করেছে দাম। ফলে দাম ক্রেতাদের নাগালেই মধ্যে এসেছে। আগের থেকে বিক্রিও অনেক বেড়েছে। ক্রেতারা স্বস্তি মতো আলু ও পেঁয়াজ কিনতে পারছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহে ভারতীয় ১৩ ট্রাকে প্রায় ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।