মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩২:৩৪

ড্রেসিং সম্পন্ন হলো বৃক্ষমানবের

ড্রেসিং সম্পন্ন হলো বৃক্ষমানবের

ঢাকা : বিরল রোগে আক্রান্ত বৃক্ষমানব আবুল বাজনাদারের অপারেশন পরবর্তী হাতের ড্রেসিং সম্পন্ন হয়েছে।  তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে তার হাতের ড্রেসিং করা হয়।
 
ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, আবুল বাজনাদারের হাতের বর্তমান অবস্থা ভালো আছে।  ২/৩ দিন পর আবারো ড্রেসিং করানো হবে।
 
তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য তার টিস্যু, রক্ত ও লালা আমেরিকার লস এঞ্জেলেসের ক্যানসার হাসপাতালের ডা. মার্টিন কাস্টের কাছে পাঠানো হয়েছে।  পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর মেডিকেল বোর্ড গঠন করে পরবর্তী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হবে।  

তবে বিরল এ রোগ আবার হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ডাক্তাররা।  এ জন্য মেডিকেল বোর্ডের সদস্যরা সক্রিয়।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে