রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ০৪:০৬:৪৬

কারাগারের হটলাইন নম্বর চালু, ঘরে বসেই মিলবে বন্দির যেসব খবর

কারাগারের হটলাইন নম্বর চালু, ঘরে বসেই মিলবে বন্দির যেসব খবর

এমটিনিউজ২৪ ডেস্ক : কারাবন্দিদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা নম্বর (হটলাইন) উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

হটলাইন নম্বর উদ্বোধনের পরে তিনি বলেন, এই হটলাইনের মাধ্যমে স্বজনরা বন্দিদের খবর জানতে পারবেন, যা সব সময় খোলা থাকবে।

হটলাইন নম্বর '০৯৬১২০২১৬৯০' এর মাধ্যমে সারাদেশের ৬৮টি কারাগারের বন্দিদের তথ্য মিলবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি ব্যবহার করে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য এবং প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য মিলবে।

হটলাইন নম্বর উদ্বোধনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগার পরিদর্শন করে বন্দিদের খাবার মান, বন্দিদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন।
এসময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে