শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩১:২৯

৩ মুসল্লি নিহত এবারের বিশ্ব ইজতেমায়

৩ মুসল্লি নিহত এবারের বিশ্ব ইজতেমায়

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ ঘটনা ঘটেছে। সবশেষ শুক্রবার দিবাগত রাতে ইয়াকুব আলী (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে।

শুরায়ী নেজাম, তাবলীগ জামাত বাংলাদেশ এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে খিত্তায় অসুস্থ হয়ে ইয়াকুব আলী নামের এক মুসল্লির মৃত্যু হয়। ইজতেমা ময়দানে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার দুপুরের দিকে শেরপুর ৪৬ নং খিত্তায় ছাবেদ আলী নামে এক মুসল্লির মৃত্যু হয়। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলা থেকে আগত আব্দুল কুদ্দুস গাজী নামে আরেক মুসল্লির মৃত্যু হয়।

উল্লেখ্য, এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। এছাড়া, দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে