শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৫:৫৪

দরজার সামনে দাঁড়িয়ে ভাইকে বাঁচানোর চেষ্টা অন্তঃসত্ত্বা বোনের, শরীর ভেদ করে গেলো গুলি

দরজার সামনে দাঁড়িয়ে ভাইকে বাঁচানোর চেষ্টা অন্তঃসত্ত্বা বোনের, শরীর ভেদ করে গেলো গুলি

এমটিনিউজ২৪ ডেস্ক : মুন্সীগঞ্জ সদরে একাধিক ডাকাতি মামলার আসামি কিবরিয়া মিজি ও কানা জহিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারীর স্বজনরা জানান, বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে দুই জন নিহতের ঘটনার জেরে শুক্রবার সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন।

এ সময় অতর্কিত গুলিতে আহত হন অন্তঃসত্ত্বা পিংকি আক্তার। আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পিংকি বলেন, রাজু আমার ভাই রাজু। সকালে শাহিনসহ আরও ১০-১৫ জন পিস্তল রামদা নিয়ে বাড়িতে হামলা চালায়। রাজুকে বাঁচাতে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেই। পরে আমি ও আমার মা দরজার সামনে দাঁড়িয়ে থাকলে আমাদের ওপর গুলি করে। তখন আমার গুলি লাগে। আমরা তাদের অত্যাচার থেকে বাঁচতে চাই।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলে, শরীরের ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যাওয়ায় ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে কিবরিয়া মিজি ও কানা জহির দস্যুদলের সংঘর্ষে নিহত হন দুই জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে