শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৭:২৬

এবার সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এলেন বিশেষজ্ঞ চিকিৎসক দল

এবার সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এলেন বিশেষজ্ঞ চিকিৎসক দল

এমটিনিউজ২৪ ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে চোখের চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছে।

শুক্রবার দিনগত রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করবেন তারা।

সফরসূচি অনুযায়ী, চিকিৎসকদল ১ ও ২ ফেব্রুয়ারি রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চক্ষুরোগীদের চিকিৎসা দেবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা চলবে।

সফরত চিকিৎসক দল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন। তারা রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি ও অকুলোপ্লাস্টি সার্জন সেবা দেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে