এমটিনিউজ২৪ ডেস্ক : এখন আর মুজিব কোট কেনার লোক পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘আমি দুই বছর আগেই বলেছিলাম এমন পরিস্থিতি আসবে গুলিস্তানে মুজিব কোট কেনার লোক পাওয়া যাবে না। এখন মুজিব কোট পাগলেও নেয় না। এ দেশের মানুষ বার বার রাজনীতি দ্বারা প্রতারিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বির্নিমাণে জনআকঙ্খার রাজনীতি শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আগামী নির্বাচন ইতিহাসের সেরা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। রাজনৈতিক দলের নেতাদের বলব আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। গণ-অভ্যুত্থানকে পুঁজি করে কোনো দল যদি লুটপাট করার জন্য দেশটাকে নিজের সম্পতি মনে করে সেটাও ভুল হবে।
শেখ হাসিনা যেভাবে ফ্যাসিবাদ করেছিল তাই গণ-অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। নতুন বাংলাদেশের নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন।’
তিনি বলেন, ‘ঝুঁকি নিয়ে প্রিজনভ্যান থেকে আন্দোলনের ডাক দিয়েছিলাম। আওয়ামী বিরোধী রাজনীতি করার কারণে অনেকেই ঘুম, খুন, হামলা, মামলা ও জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে।
এই দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত ও নতুন নেতৃত্বকে বরণ করতে চায়। নতুন নেতৃত্ব আসলে এ দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার মত আর কোনো দানবের সৃষ্টি হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় র্নিবাহী কমিটির সহ-সভাপতি ফারুক হাসান, ওয়াহিদুর রহমান মিল্কি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাউছার আহম্মেদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় র্নিবাহী কমিটির উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল রানা, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমুখ।