রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২৫:১৪

ব্রেকিং নিউজ : রাজধানীতে দুপক্ষের গোলাগুলি

ব্রেকিং নিউজ : রাজধানীতে দুপক্ষের গোলাগুলি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ব্যক্তির নাম জিলানী (৫৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার তলপেটে গুলি লেগেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক।

এ দিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন জিলানীর মেয়ে শেফালী আক্তার জানান, তার বাবা একজন রিকশাচালক। উলন এলাকায় তাদের বাসা। গোলাগুলির সময় তার বাবা বাসার সামনে অবস্থান করছিলেন। হঠাৎ তলপেটে গুলি লাগে তার। পরে স্থানীয় লোকজন তার বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই মো. সেলিম বলেন, হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে