রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪১:৩২

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর সদরঘাট থানাধীন নেভাল-২ এলাকা থেকে তাদের আটক করে সদরঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলেন, সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।

সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি বলেন, আটককৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রকীগের নেতাকর্মী। তারা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম করার প্রস্তুতি নিচ্ছিলেন। সংবাদ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে