রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১৩:৪৭

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : নির্বাচন কমিশনার

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : নির্বাচন কমিশনার

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ‘প্রধান উপদেষ্টার বক্তব্যকে ধারণ করে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি রাজনৈতিক ঐকমত্যের বিষয়।’

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘আপনারা জানেন প্রধান উপদেষ্টা বলেছেন সব সংস্কার প্রস্তাব হওয়ার পরে একটি ঐকমত্য কমিশন গঠন করা হবে।

সেই কমিশনের প্রধান হবেন প্রধান উপদেষ্টা। সেই কমিশনে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনসংক্রান্ত যে বিষয়গুলো সামনে আসবে সেগুলো আমাদের দেওয়া। সেগুলো নিয়ে আমাদের নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু হবে।’  তিনি বলেন, ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কিছু অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে।

যারা এত দিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, ভালো নির্বাচন চেয়েছেন, আমরা এখন তাদের থেকে সহযোগিতা চাই। আমরা তাদের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা চাই।’ 

নির্বাচন কমিশনার বলেন, ‘মানুষের মধ্যে ভোটব্যবস্থার প্রতি যে অনাস্থা কাজ করছিল পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে নতুন আশা‌ সৃষ্টি হয়েছে। যে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত পাব।

ভোট ব্যবস্থাপনার সাথে জড়িত প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে নিজ নিজ ভাবমূর্তি পুনরুদ্ধারের।’
তিনি আরো বলেন, ‘আমরা সবাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। যদি নির্বাচন বিতর্কিত হয় তবে এর সাথে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। অতীতে নির্বাচনব্যবস্থার প্রতি মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে। তাই আমরা বিশ্বাস করতে চাই সামনে যে নির্বাচন হবে তা হবে মডেল নির্বাচন। এখান থেকেই নতুনভাবে দেশ বিনির্মাণ হবে।’

মতবিনিময়সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা নির্বাচন নজরুল ইসলামসহ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে