সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৩২:০৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাঁজোয়া যান নিয়ে থানা ঘিরে পাহারায় সেনাবাহিনী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাঁজোয়া যান নিয়ে থানা ঘিরে পাহারায় সেনাবাহিনী

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে রোববার সারারাত থানা ঘিরে পাহারা দিয়েছে সেনাবাহিনী। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর সেনাবাহিনী তাদের নিরাপত্তা তুলে নেওয়া হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, টুঙ্গিপাড়ায় থমথমে ভাব বিরাজ করছে। গ্রেপ্তারের ভয়ে এলাকার পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। 

স্থানীয়রা জানান, রোববার রাতে হামলায় টুঙ্গিপাড়া থানার ৫ পুলিশ সদস্য আহত হওয়ার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় ১৭৫ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে থানার উপপরিদর্শক রাব্বি মোরসালিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির কাছেই খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ নিয়ে পুলিশ একজনকে আটক করে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে পুলিশ জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে