সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪৮:৪৮

এবার অভিনেত্রী শাওনকে নিয়ে যা লিখলেন প্রেস সচিব শফিকুল আলম

এবার অভিনেত্রী শাওনকে নিয়ে যা লিখলেন প্রেস সচিব শফিকুল আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পোস্ট নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ফেসবুক পোস্টে তার সম্প্রতি ও পূর্ববর্তী ফেসবুক পোস্ট সামনে এনেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে চলছে আলোচনার ঝড়। তবে এরই মধ্যে শাওনকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন শফিকুল আলমও।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শাওনকে নিয়ে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে প্রেস সচিব লেখেন, ‘এটা ভালো ব্যাপার যে মেহের আফরোজ শাওন আমার ফেসবুক ডায়েরি পড়ছে। কেউ যখন আমার সবগুলো লাইন আগ্রহ নিয়ে পড়ে আমি খুবই খুশি হই। আমি লিখতে ভালোবাসি, আর যখন অনেক মানুষ তা পড়ে তখন আশি খুশি হই।’

তিনি লেখেন, ‘বাংলাদেশে অনেক পাঠক প্রয়োজন। এতে করে তাদের পড়ার গণ্ডি বাড়বে। শুধু লিটল রেড বুক কিংবা আমাদের ক্ষেত্রে অসমাপ্ত আত্মজীবনীর মতো লেখা থেকে বের হয়ে অন্য লেখাও পাঠক পড়বে। আমি বাংলাদেশের অনেক বিষয় নিয়ে লিখেছি। যার মধ্যে অনেক বিতর্কিত বিষয়ও ছিল। এমনকি গাঁজাখোরদের নিয়েও লিখেছি আমি।’

তিনি আরও লিখেছেন, ‘সবাইকে আমার ফেসবুক ওয়ালে স্বাগতম। গত বছর আমি পাঁচ লাখেরও বেশি শব্দ লিখেছি এবং হাজার হাজার ছবি পোস্ট করেছি। আশা করি আপনারা হতাশ হবেন না। একমাত্র যেই বিষয়টি নিয়ে আপনারা হতাশ হতে পারেন তা হচ্ছে টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটি কিংবা বাংলার কসাই নিয়ে তেমন কোনো লেখা পাবেন না।’

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ফেসবুকে পাঁচটি ছবি আপলোড করেন শফিকুল আলম। সেই ছবিতে দেখা যায়, শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিনে ময়লা ফেলছেন তিনি। এ নিয়ে সমালোচনা করেন মেহের আফরোজ শাওন।

এ ঘটনা নিয়ে সেদিন তিনি ফেসুবকে লিখেছেন, আজ পহেলা ফেব্রুয়ারি, অমর একুশে বইমেলার প্রথম দিন। দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি (শফিকুল আলম) দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন। কিন্তু তিনি ফেসবুকে নিচের ছবি (শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন) দিয়ে উনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে