বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৯:০০

নিজের ওপর হামলাকারীকে ক্ষমা করে দিলেন মুহাম্মদ ফয়জুল করীম!

নিজের ওপর হামলাকারীকে ক্ষমা করে দিলেন মুহাম্মদ ফয়জুল করীম!

এমটিনিউজ২৪ ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।

তবে আটককৃতর বিরুদ্ধে দল থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন জেলা কমিটির প্রচার সম্পাদক এইচএম সানাউল্লাহ।

তিনি বলেন, কর্মী-সমর্থকরা হামলাকারী স্বপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে দলের সিনিয়র নায়েবে আমিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য দল থেকে আটককৃতর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করবো না।

জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত বিসিসি নির্বাচনের দিন নগরীর কাউনিয়া মেইন রোডের একটি ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে ফয়জুল করীমের ওপর হামলা চালানো হয়। সেই হামলার মূলহোতা ছিল স্বপন। স্বপন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে বিকেল থেকে তার বাসা ঘিরে রাখেন দলটির নেতাকর্মীরা। পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে স্বপন ঘর থেকে বের হন এবং তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, স্বপন বর্তমানে থানায় রয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরেকটি সূত্র নিশ্চিত করেছেন, আটক স্বপন বর্তমানে একজন সেনা কর্মকর্তার ব্যক্তিগত গাড়িচালক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে