এমটিনিউজ২৪ ডেস্ক : চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও দেশে-বিদেশের মানুষের দোয়া—সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি।
ওসমান হাদির মৃত্যুর পর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ‘ভাইয়া, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন’—শিরোনামের একটি ভিডিও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
ভিডিওটি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারের অংশ। সেখানে আবেগপ্রবণ কণ্ঠে ওসমান হাদি বলেছিলেন, তিনি নিজেকে আল্লাহর ওপর সোপর্দ করেছেন এবং তার সদ্যোজাত সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর অনুভূতির কথা প্রকাশ করেছিলেন। ওই বক্তব্যে তিনি সততা, সাহস ও সংগ্রামের পথে অবিচল থাকার অঙ্গীকারের কথাও তুলে ধরেন।