বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৫:২৯

জনসাধারণের উদ্দেশ্যে যা লিখলেন মুশফিকুল ফজল আনসারী

জনসাধারণের উদ্দেশ্যে যা লিখলেন মুশফিকুল ফজল আনসারী

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে শুধু কিছু দালান বা কংক্রিটের স্থাপনাতেই ফ্যাসিবাদ সীমাবদ্ধ নয়, রাষ্ট্রের ব্যবস্থাপনা এবং সুশীল সমাজের আবরণে ফ্যাসিবাদ লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।‌

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি। শেখ মুজিবের বাসস্থান ও ফ্যাসিবাদের তীর্থস্থান ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি যখন মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে তখন জনসাধারণের উদ্দেশ্যে তিনি লেখেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, কিংবা ব্যক্তিকেন্দ্রিক পূজা-অর্চনার স্থান টিকে থাকবে কি না—এ সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের।

‘তবে আমার প্রশ্ন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? এই সাহস আসে কোথা থেকে?’

দীর্ঘ ১৭ বছর বাংলাদেশকে উন্মুক্ত কারাগার বানিয়ে রাখা খুনি হাসিনার সম্পর্কে প্রশ্ন রেখে তিনি বলেন, যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হবার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে? শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়?

তবে এই বক্তব্য রাষ্ট্রদূত হিসেবে সরকারের পক্ষ থেকে নয় উল্লেখ করে তিনি লিখেছেন, এ মতামত একান্তই আমার ব্যক্তিগত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে