এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারের শত শত কোটি টাকা মধুমতি ব্যাংক ও পদ্মা ব্যাংক থেকে তুলতে গিয়ে জান বের হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “আমার দুটি মন্ত্রণালয়—আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এখানে যারা মন্ত্রী ছিলেন, তারা উপার্জিত অর্থ, যেগুলো হাজার কোটি টাকার মতো, সেগুলো বেসরকারি ব্যাংকগুলোতে আমানত রেখেছেন। এসব ব্যাংকের সাথে তাদের আত্মীয় এবং দলের সদস্যরা জড়িত।”
আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন, “ব্যাংকগুলো হলো পদ্মা ব্যাংক ও মধুমতি ব্যাংক। এ ব্যাংকগুলোতে শত শত কোটি টাকা জমা রাখা হয়েছে। এখন তা উদ্ধার করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে। প্রবাসী কল্যাণের টাকা সরকারি ব্যাংকে রাখা উচিত ছিল, তবে কেন তা পদ্মা কিংবা মধুমতি ব্যাংকে রাখা হলো? এসব ক্ষেত্রে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা আত্মীয়স্বজন জড়িত।”
বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।