এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা।
আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর গঠন, আহত ও শহিদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আজ শহিদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন।
গত বৃহস্পতিবার গণহত্যার বিচার এবং সরকারি স্বীকৃতি চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। পরে সারজিস আলম সেখানে উপস্থিত হয়ে জানিয়েছিলেন, রবিবার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা।