সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫৭:৩৩

অপারেশন ডেভিল হান্ট: এবার গ্রেপ্তার আ. লীগের কেন্দ্রীয় নেতা

অপারেশন ডেভিল হান্ট: এবার গ্রেপ্তার আ. লীগের কেন্দ্রীয় নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বস্ত্র উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হোসেন জানান, গ্রেপ্তারের পর র‍্যাব তাকে দারুসসালাম থানায় হস্তান্তর করে। পরদিন সোমবার সকালে পুলিশ তাকে মিরপুর মডেল থানায় সোপর্দ করে এবং দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

রফিকুল ইসলাম লিটন বিগত তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তাকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে