এমটিনিউজ২৪ ডেস্ক : বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
তিনি বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গুলিশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গত রোববার আমতলী উপজেলা মুজাহিদ কমিটি আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দালন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিমের উপস্থিতিতে বার্ষিক মাহফিলে তিনি ইসলাম আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ।
ওয়াজ মাহফিল শেষে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাত করে তার হাতে হাত রেখে আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ বিষয়ে আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী মো.বায়েজিদ বলেন, ‘গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ মো. নুরুল ইসলাম মিয়া পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তার ইসলামী আন্দোলনে বয়াত (যোগদান) গ্রহণ করেছেন।’
এ বিষয়ে আওয়ালী লীগ নেতা মো. নুরুল ইসলাম মিয়া ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদান করেছি।’