মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২:৫৬

যে ঘটনায় এবার ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য

যে ঘটনায় এবার ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য

এমটিনিউজ২৪ ডেস্ক : অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের ফ্রান্সের বাসার ঠিকানা প্রকাশ করা এবং তাকে হেনস্তা করার প্রকাশ্য হুমকি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশেও পৃথক মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়ে বলেন, অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই। কারণ তিনি আশাবাদী যে তার বগুড়ার বাসায় কেউ হামলা চালাবে না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, পুলিশ তার বাসার নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করায় তিনি কৃতজ্ঞ। এ ছাড়া অসংখ্য ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে পাহারা দেওয়ায় তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
 
তিনি আরো বলেন, ‘চিন্তার কিছু নেই, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে যেই শহরে শোক পালন করতে দোকানপাট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল, সেই শহরে আওয়ামী লীগ কর্মীরা আমার বাড়িতে হামলা চালাবে, এটি একপ্রকার অসম্ভব ঘটনা।

এদিকে তার পরিবারের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার অভিযোগে সুশান্ত নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন পিনাকী ভট্টাচার্য।

তিনি জানান, তাকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে ‘আ টিম গ্যাং’-এর প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে আলাদা মামলা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে