বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১০:০৫

বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের যে আশ্বাস দিলেন হাসনাত আব্দুল্লাহ

বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের যে আশ্বাস দিলেন হাসনাত আব্দুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ ছয় দাবিতে আন্দোলন করছেন বিডিআর সদস্যরা। তাদের চলতি সপ্তাহের মধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর আন্দোলনরত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসেন হাসনাত। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন তিনি।

এর আগে, দুপুরে ২০০৯ সালে ঢাকার পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও মামলার আসামি হওয়া কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরি ফেরতের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি থেকে খাদ্য অধিদপ্তরের সামনে সড়ক অবরোধ করেন বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে