সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ১২:০৩:৫৬

সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান চাই: নাহিদ ইসলাম

সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান চাই: নাহিদ ইসলাম

এমটিনিউজ২৪ ডেস্ক : নানা ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দেশ গড়তে জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে রাজশাহীতে এনসিপি এ পথসভার আয়োজন করে। তার আগে নগরীর গোরহাঙ্গা রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে নিউমার্কেট ঘুরে সাহেব বাজারের সমাবেশে যুক্ত হয়।

 এ সময় নাহিদ বলেন, আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না, আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ। সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। কিন্তু দুঃখের কথা, ৫ আগস্টের পরে নানা শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে।

এ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি সবার উদ্দেশে বলেন, বন্ধুগণ আপনারা প্রস্তুত হন। আগামী ৩ আগস্ট শহিদ মিনারে দেখা হবে। আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ব - ইনশাল্লাহ।

নাহিদ ইসলাম বলেন, গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান চাই। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে একটি গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দেবে। এই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে, ইনসাফ নিশ্চিত করবে। স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং আন্দোলন গড়ে তুলব।

তিনি আরও বলেন, আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের ভুল হয়েছিল। আমাদেরও সীমাবদ্ধতা ছিল। কিন্তু আজকে আমরা আপনাদের সামনে শপথবদ্ধ। এই ভুল আমরা আর করব না। আমরা আর সুযোগ দেব না। যারা এই গণঅভ্যুত্থানকে, এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ তাদের কোনো দিন ক্ষমা করবে না।  ৫ আগস্ট ২০২৪ সালে আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন।

রাজশাহী প্রসঙ্গে নাহিদ বলেন, এই রাজশাহী জেলা ও নগরকে আমরা আবার পুনর্গঠন করতে চাই। এই রাজশাহীর হারানো ঐতিহ্যকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই। এই রাজশাহীতে কর্মসংস্থান থাকবে, রাজশাহীতে শিক্ষা ও চিকিৎসা থাকবে। রাজশাহীতে শিল্পের বিকাশ ঘটাতে হবে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়। উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে।

কর্মসূচিতে এনসিপির সদস্য সচিব আকতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে