বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪৯:৩০

যেসকল এলাকায় আজ ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

যেসকল এলাকায় আজ ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : জরুরি সংস্কার কাজের জন্য রাজধানীর বড় অংশজুড়ে আজ ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর একটা থেকে রাত দুইটা পর্যন্ত মোট ১৩ ঘন্টা কুর্মিটোলা হাসপাতাল, হোটেল রেডিসন, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজী ক্যাম্প, কাওলাস্থ বিমানবন্দর ক্যাটারিং হাউস ও সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া জোয়ার সাহারা, নিকুঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে