বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১০:৫২

আয়নাঘর নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

আয়নাঘর নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

এমটিনিউজ২৪ ডেস্ক : আলোচিত আয়নাঘরের চির অবসান চেয়েছেন তরুণ আলেম ও জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার নিজের ভেরিভায়েড ফেসবুক একাউন্ট থেকে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে আজহারী বলেন, ‘আঁধারের আয়নাঘর আস্তাকুড়ে নিপাত যাক। চির অবসান হোক বীভৎস সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ।’

প্রসঙ্গত, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এসব আয়নাঘরে বিরোধী মতের লোকজনকে গুম করে নৃশংস নির্যাতন চালানো হতো। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার জানিয়েছেন সারা দেশে আট শতাধিক আয়নাঘর ছিল। এগুলো তদন্ত চলছে। এদিন বিদেশি গণমাধ্যমর্কীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন ড. ইউনূস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে