এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে এক সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। জুমার বৃহৎ জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তাঁরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির মঙ্গলের জন্য। শবে বরাতের রাতেও ময়দান পরিপূর্ণ থাকবে বলে আশা আয়োজক কমিটির।
আজ শুক্রবার তুরাগ তীরে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বে। বাদ ফজর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির-আসকার আর ইবাদত বন্দগিতে টঙ্গী এক পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়। আর জুমার নামাজের আগেই ময়দান পরিণত হয় জনসমুদ্রে। ওই সময় ইজতেমার ময়দান ছাপিয়ে আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়েন মুসল্লিরা।
ইজতেমা ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ময়দানে মুসল্লিরা শিক্ষা নিয়েছেন ঈমান ও আমল সম্পর্কিত নানা বিষয়ে।
এদিকে ইজতেমা ময়দানে হামলা হতে পারে–সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে একটি মহল ভীতির সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ মাওলানা সাদ অনুসারীদের।
তবে ইজতেমা মাঠে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি জানান, ইজতেমার ময়দানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এরআগে শুক্রবার বাদ ফজর ভারতের নিজামউদ্দিনের মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা।