এমটিনিউজ২৪ ডেস্ক : রমজানের প্রথম সপ্তাহ পার হতে না হতেই বাজারে ব্রয়লার মুরগির দামে স্বস্তি ফিরেছে। সাম্প্রতিক এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিপ্রতি দাম ১০ টাকা কমেছে। গতকাল রাজধানীর নিউ মার্কেট, শান্তিনগর, তুরাগ ও কাওরান বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, বর্তমানে ব্রয়লার মুরগির কেজি ১৯০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে গত সপ্তাহে এই দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, রমজানের প্রথম দিকে চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বাড়তি ছিল। তবে বর্তমানে সরবরাহ বাড়ায় এবং ক্রেতাদের চাহিদা কিছুটা কমে যাওয়ায় দামও নিম্নমুখী। ব্যবসায়ীরা জানান, বিশেষ করে পাইকারি বাজারে মুরগির দাম কমায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
তুরাগ এলাকার এক ডিপার্টমেন্টাল স্টোরের মালিক সাদ্দাম হোসেন বলেন, “রমজানের প্রথম দিকে ব্রয়লার মুরগির চাহিদা বেশি থাকায় দামও চড়া ছিল। কিন্তু বর্তমানে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় দামও কিছুটা কমেছে। আশা করছি, সামনের দিনগুলোতে দাম আরও সহনীয় পর্যায়ে থাকবে।”
এদিকে, শুধু ব্রয়লার মুরগিই নয়, চিনি, পেঁয়াজ, প্যাকেট আটা এবং সয়াবিন তেলের দামও কমতির দিকে রয়েছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তবে বাজারে গরুর মাংসের দাম এখনো স্থিতিশীল রয়েছে।
বাজার নিয়ন্ত্রণে সরকার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অব্যাহত থাকলে ব্রয়লার মুরগিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেছেন ক্রেতারা।