শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৭:১৬

‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন, বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে পুরস্কৃত করুন’

 ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন, বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে পুরস্কৃত করুন’

এমটিনিউজ২৪ ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে কাজ করছেন ওই পুলিশ সদস্য। তিনি তার হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না করেই কেবল শব্দ তৈরি করে ছত্রভঙ্গ করে দিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই তার প্রশংসা করেন।

ভিডিওটি শেয়ার করে শাহাদাত হোসেন নামের একজন লিখেছেন, ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন।’

 হিমেল চাকমা লিখেছেন, ‘লাঠি আর বডির সংস্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন।’

হিমেল চাকমার পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল লিখেছেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।

তবে, প্রশংসিত ওই পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে