এমটিনিউজ২৪ ডেস্ক : বর্বর হামলায় আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিতে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।
এতে নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
প্রতিনিধি দলে আরও ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তরের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।
এ সময় প্রেস ব্রিফিংয়ে ডা. তাহের বলেন, নুরের ওপর হামলার পেছনে কোন দূরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ফ্যাসিবাদের দোসর দলকে নিষিদ্ধ করতে হবে।
হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর দাবি জানান।