শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৩:১৫

ব্রেকিং নিউজ: আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

 ব্রেকিং নিউজ: আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : অপারেশন ডেভিল হান্টে টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক তরফদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ভূঞাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম।

গ্রেপ্তারকৃত রাজ্জাক ভূঞাপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। 

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, ‘আটককৃত রাজ্জাক তরফদারকে টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে