সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১:০২:৪৭

মাত্র ২৮ বলে সেঞ্চুরি!

মাত্র ২৮ বলে সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তবে আবারও জলে উঠেছে তার ব্যাট। মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে আবারও আলোচনায় এসেছেন এই সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান।

রোববার (৯ মার্চ) লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে এক বিধ্বংসী ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। মাত্র ২৮ বলে ১৫ ছক্কায় হাঁকান শতক। তার এই ঝড়ো ইনিংসে একটাও চার ছিল না।

তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে এক নেটিজেন বলেন, ২৮ বলে সেঞ্চুরি করলেন এবি ডি ভিলিয়ার্স। এই মানুষটা কখনও ক্রিকেট খেলায় খারাপ হবেন না।

গত জানুয়ারিতে ক্রিকেট সাংবাদিক মেলিন্ডা ফারেলকে দেয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, আবারও ক্রিকেটে ফিরতে চান। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো ম্যাচ নয়, খেলতে চান প্রদর্শনী ম্যাচে।

ডি ভিলিয়ার্সের তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান দাঁড় করায় টাইটান্স। জবাবে ১৪ ওভারে ৮ উইকেটে বুলস ১২৫ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আইনে জয় পায় ডি ভিলিয়ার্সের দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে