সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪১:২৮

ব্রেকিং নিউজ: ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ব্রেকিং নিউজ: ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘অপারেশন ডেভিল হান্টে’ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হায়দারাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

গ্রেপ্তার জামাল হোসেন (২৬) বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দারাবাদ গ্রামের মোর্তজা আলীর ছেলে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া জামাল বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে